আখাউড়ায় ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী ৭০০ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাফিক, ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here