ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় হৃদয় (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। হৃদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে। শুক্রবার বিকালে এ মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান মো. কামরুল পারভেজ বাদী হয়ে শনিবার রাতে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।