আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলের রানিং স্টাফরা। রবিবার সকালে আখাউড়া রেলওয়ের ৯ নাম্বার প্লাটফর্মে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আখাউড়া শাখার উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। এতে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞাঁর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গার্ড কাউন্সিলের আখাউড়া শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, টিটি এসোসিয়েশনের রাজীব হোসেনসহ রেলের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন পরিচালনা করে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বর্তমানে আট ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে তাদের। ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান তারা। তারা আরো বলেন, দাবি আদায় না হলে সোমবার থেকে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতির ঘোষণা দেওয়া হবে বলেও জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here