আখাউড়ায় ছিনতাইকারী গ্রেফতার

0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই করা চার লক্ষ টাকাসহ একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন। 

এর আগে মঙ্গলবার বিকালের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের ইসমাইল মিয়ার বাড়ি থেকে ছিনতাইকারী ফারুক ভূইয়া(৩৫)সহ ছিনতাইকৃত চার লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ছিনতাইকারী মনিয়ন্দ ইউনিয়নের শিকারমোড়া গ্রামের মৃত ধনু ভূইয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, মনিয়ন্দের জয়পুর গ্রামে শরীফা বেগম(৪৫) নামের এক নারীর জমি বিক্রির চার লক্ষ টাকা খুন করার উদ্দেশ্য ভয়ভীতি দেখিয়ে তিনজন আসামী টাকা ছিনতাই করে নিয়ে যায় পরে অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ছিনতাইকৃত চার লক্ষ টাকা সহ ছিনতাইকারীরকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here