আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

0
আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ ব্রিজের সামনে থেকে একই স্থানে ফিরে আসে। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. নান্নু মিয়া। 

বক্তারা বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না। যেকোনো সময় আসতে পারে। দুর্যোগ প্রশমনে জনগণের সচেতনতা প্রয়োজন। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নিলে আগুণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সভায় জনগণকে সচেতন করার উপর জোর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here