বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দেয়া হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে না।’ ‘দেশের মানুষ শান্তিতে নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে মানুষ অসহায় হয়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো না হয় তাহলে রাজপথেই এর সমাধান হবে। বগুড়া বিএনপির উর্বর ভূমি। এই ভূমি থেকেই সরকারের পতনের ডাক দিতে হবে। আমরা সারাদেশের জনগণ সেই ডাকে সাড়া দিয়ে এই সরকারের পতন ঘটাবো।’