ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না। এবার ভোটের অধিকার দিতে না পারলে এ দেশের মানুষের যার যা আছে তাই নিয়ে এই সরকারের বিরুদ্ধ ঝাপিয়ে পড়বে।
শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না, কারণ তারা জনগণের ভোটে ভয় পায়। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে ভূমিকম্প হবে। তাতে শেখ হাসিনার মসনদ ভেঙে যাবে। বাকশাল করে মানুষের অধিকার লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না, কারণ ওরা জনগণের ভোটে ভয় পায়।