আওয়ামী লীগ নেতা আনছার হত্যা: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

0

খুলনার শিরোমনিতে আওয়ামী লীগ নেতা শেখ আনছার উদ্দিন হত্যাকাণ্ডের দুই দিন পর খানজাহান আলী থানায় মামলা হয়েছে। 

রবিবার (২৬ মার্চ) মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহতের ছেলে তানভীর শেখ। 

নিহত আনছার উদ্দিন বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খান জানান, শনিবার ভোরে দিঘলিয়া বারাকপুর থেকে গাজী ফরহাদ (৫৫), মাহাবুব (৩৯) নামে এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে স্থানীয় নির্বাচনসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। পুলিশ হত্যার ঘটনাস্থলে সকল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।

উল্লেখ্য, ২৪ মার্চ জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে খানজাহান আলী থানার শিরোমনিতে ক্লিনিকের সামনে দুর্বৃত্তদের গুলিতে আনছার উদ্দিন নিহত হন। তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে ৩টি গুলি তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আনছার উদ্দিন বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here