আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ২

0

হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝিকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিহতের স্ত্রী আখিনুর বেগম বলেন, এর আগেও তিনবার জামাল মাঝিকে হত্যার পরিকল্পনায় তার উপর হামলা চালানো হয়। তার ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। গত পরশু রাতে জামাল মাঝির উপর হামলার পর তিনি নিখোঁজ হন। পরে গত শনিবার তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই এমপির সমর্থকরা গত দুই বছর যাবত মুখোমুখি অবস্থানে আছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এ অবস্থা আরও ভয়ঙ্কর হয়েছে। এক সপ্তাহ আগে নিহত জামাল মাঝির ঘরে আগুন ও পরিবারের সদস্যদের কুপিয়েছিল প্রতিপক্ষরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here