আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু

0

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয়। সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমের ওপর নির্বিচার দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে।

টুকু বলেন, দেশব্যাপী সাংবাদিক হত্যা, বিরোধী দলের নেতা-কর্মী হত্যা, গুম, নির্যাতন-নিপীড়নের ফলে গণমাধ্যমসহ গোটা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্যই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, হারুনুর রশিদ শিশির, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান সুমন, মোস্তাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ফকির লিংকন, মাজেদুল ইসলাম রুমন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here