আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন হয়: শেখ হেলাল

0

বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের কোন উন্নয়ন হয়না। তারা মোংলা বন্দর অচল করে দেয়। এজন্য ঈদ পর থেকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের গনসংযোগ বাড়তে হবে, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে জনগনকে জনগনকে সজাগ করতে হবে।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে বাগেরহাট পৌরসভা ও দুপুরে ফকিরহাট উপজেলায় মুলঘর, লকপুর ও পিলজং ইউনিয়েনে দরিদ্র ১৪ হাজার মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শেখ হেলাল উদ্দিন দলীয় ঐক্যের উপর জোর দিয়ে আরও বলেন, দলীয় নেতাকর্মীরা এক থাকলে আওয়ামী লীগকে কেউই পরাজিত করতে পারবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীরা এক থাকবেন, তাহলে আমরা আবারও বাগেরহাটের ৪টি সংসদীয় আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

এসব অনুষ্ঠানে এমপি শেখ হেলাল উদ্দিন নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তার ও শেখ তন্ময়ের ব্যক্তিগত তহবিল থেকে ১৪ হাজার দরিদ্রদের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here