আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত : আমীর খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি তত শক্তিশালী হবে। স্বাধীনতার পর প্রথম বারের মতো স্যাংশন এসেছে। স্যাংশন র‌্যাবের ওপর, কর্মকর্তাদের ওপর অর্থাৎ সরকরের ওপর। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে গেছে। এখন তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে রবিবার বিকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে মহানগরের যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও আলমগীর মাহমুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম রানা, সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here