আওয়ামী লীগের হস্তক্ষেপে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিটু

0

কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

এর আগে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। এতে গঠনতন্ত্রের ২০ এর ‘গ’ ও ‘ঘ’ উপধারা ব্যতয় হয়েছে বলে কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন।

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বর্তমানে বিদেশে রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি তার স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অদ্য (১২/২-২০২৪) তারিখে সাংগঠনিক/ব্যক্তিগত সফরে বিদেশ গমন করায় আমি বাংলাদেশে না ফেরা পর্যন্ত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করলাম।’

এ নিয়ে কৃষক লীগের ভেতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পর্যন্ত গড়ায়। 

এর প্রেক্ষিতে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সংগঠনের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে।

কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা চিঠিতে বলা হয়, ‘আমরা অবগত হয়েছি যে বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করছেন। এমতাবস্থায় বাংলাদেশ কৃষক লীগের গঠণতন্ত্রের ২০ ধারার (গ ও ঘ) উপধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক নিদেশক্রমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানানো যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here