আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কুয়েতে বিজয় উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা

0

আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কুয়েতে বিজয় উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলাদেশ দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি সকালে কুয়েত সেবদী এলাকার একটি রিসোর্টে এই জমকালো আয়োজন করা হয়। 

কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ মনছুর আহমেদের সাবলীল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

অনুষ্ঠানের প্রথম পর্বে কুয়েতে বসবাসরত নারীরা বাহারি রকমের দেশী পিঠা নিজ হাতে তৈরি করে নিয়ে আসেন। রাষ্ট্রদূত নিজে এসব দেশীয় তৈরি পিঠার স্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় তারা পিঠার নাম ও নিজের পরিচয় রাষ্ট্রদূত মহোদয়কে অবহিত করেন। রাষ্ট্রদূতের পরিদর্শনের পর সকল অতিথিদের আপ্যায়ণের জন্য উন্মুক্ত করা হয়। 

বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসায় দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

রাষ্ট্রদূত আতিকুজ্জামান বলেন, প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলকে আহ্বান ও বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে মাতৃভূমিকে এগিয়ে নিতে সকল বাংলাদেশি প্রবাসীদের আহ্বান জানান। পরে কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশি স্বনামধন্য বিভিন্ন শিল্পীদের কণ্ঠে পরিবেশন হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসবে কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here