আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।
এছাড়া রীতি অনুযায়ী সভায় শোকপ্রস্তাব করার পরে দলীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।