আওয়ামী লীগের কারণে জনগণ আজ ক্ষমতা ও অধিকার হারা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রবিবার জামালপুর দ্রুত বিচার আদালতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়েরকৃত মামলায় শুনানি শেষ হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সেলফি তুলে যদি সন্তুষ্ট থাকে থাকুক, জনগণ নিজেদের সন্তুষ্টি আদায় করে নিবে।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও এড. ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।