আওয়ামী লীগের কথায় ও কাজে মিল নেই: ড. মঈন

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০১৮ সালে আমরা বিরোধীদল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানে কী বলা হয়েছিলো? বলা হয়েছিলো, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেওয়া হবে। আমরা সে কথায় বিশ্বাস করেছিলাম, নির্বাচনে এসেছিলাম। পরে দেখলাম বিপরীত চিত্র। আমাদের ওপর আক্রমণ শুরু হলো। দিনের ভোট রাতে করা হলো।

শুক্রবার (২৫ আগস্টে) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ শেষে মঈন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, তাদের কথা এবং কাজে মিল থাকুক, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন সে নির্বাচনের মাধ্যমেই কেবলমাত্র ক্ষমতা হস্তান্তর হতে পারে। তারা সেই প্রক্রিয়ায় ফিরে আসুক। এতেই দেশের মঙ্গল হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here