আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান ওসির

0

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামলচন্দ্র ধর। সভা আয়োজন করেছিল দেওয়ানগঞ্জ পৌরসভা। 

ওসির বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা বলে অভিহিত করেন তিনি। দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে ওসি তাঁর বক্তব্য শেষ করেন। দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে। 

পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ ব্যাপারে ওসি শ্যামলচন্দ্র ধর জানান, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here