আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে সাভারে অবস্থান কর্মসূচি পালন

0

 

রাউফুর রহমান পরাগ : আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে সাভারে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য ও সমর্থকরা।

শনিবার বিকেলে ঢাকা- আরিচা মহসড়কের সাভারের পাকিজা মোড় এলাকায় শহীদ ইয়ামিন চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। 

এসময় এনসিপির সদস্য ও সমর্থকরা জানান, কেন্দ্রীয় কর্মসুচী অংশ হিসেবে তারা এই কর্মসুচি পালন করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন তারা।

এর আগে গতকাল রাতেও একই দাবীতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি পালন করেন স্থানীয় এনসিপির সদস্য ও সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here