‘আইসিসি হচ্ছে বিসিসিআইয়ের দুবাই অফিস’

0
‘আইসিসি হচ্ছে বিসিসিআইয়ের দুবাই অফিস’

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার আইসিসির সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতের প্রভাব। বিশেষ করে জরুরি বোর্ড সভায় ভোটাভুটির চিত্র সামনে আসার পর সমালোচনার তীর গিয়ে ঠেকছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দিকেই।

গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির জরুরি বোর্ড সভায় বাংলাদেশের বিপক্ষে ভোট পড়ে ১৪টি, আর বাংলাদেশের পক্ষে ছিল মাত্র ২টি ভোট। বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেয় কেবল পাকিস্তান। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি, যা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবেও ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তে ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক দেশ ভারতের পক্ষে ভোট দিলেও, ভারতের ভেতর থেকেই উঠছে প্রশ্ন আইসিসি কি সত্যিই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে?

ভারতীয় প্রভাব নিয়ে কড়া মন্তব্য করেছেন দেশটির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। দ্যা ওয়ারের এক আলোচনায় তিনি বলেন,
‘এখন সবাই জানে আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই অফিস। আইসিসি চলে ঠিক সেভাবেই, যেভাবে বিসিসিআই চায়। তাই এই সিদ্ধান্তে আমি একদমই অবাক হইনি।’

বর্তমানে আইসিসির সভাপতি জয় শাহ যিনি আগে বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। ফলে প্রশাসনিক স্তরেই ভারতের প্রভাব সুস্পষ্ট বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির ভিন্ন আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন উগরা। তার মতে,‘বাংলাদেশের ক্রিকেটে সেই মাত্রার প্রভাব নেই। আইসিসি বোর্ডে তাদের তেমন বন্ধু নেই, যারা তাদের হয়ে লড়াই করবে। অথচ অন্য যেকোনো দেশের ক্ষেত্রে হলে বিষয়টি অনেক বেশি নিরপেক্ষভাবে দেখা হতো।’

তিনি আরও বলেন, প্রায় ২০ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ এবং সেখানে বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী রয়েছে। অথচ শুধুমাত্র একটি দলকে এভাবে বাদ দেওয়া আইসিসির নীতিগত অবস্থান নিয়েই প্রশ্ন তোলে।

উগরার দাবি,‘ভারত যদি পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে না চাওয়ার কথা বলত, আইসিসি শতভাগ বিকল্প ভেন্যুর ব্যবস্থা করত। এই জায়গায় বাংলাদেশকে কোনো সুযোগই দেওয়া হয়নি।’

বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে সমস্যা হতো না বলেও মত তার। তবে বিসিসিআইয়ের ‘ইগো’ এখানে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কায় ম্যাচ হলে বিসিসিআইয়ের ইগোতে লাগত। যদি আইসিসির সভাপতি ভারতীয় না হতেন, ফল ভিন্ন হতে পারত। 

জয় শাহের ব্যক্তিগত ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ না তুললেও, উগরা মনে করেন আইসিসির কাঠামো এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সবকিছুই ভারতের কেন্দ্রেই ঘুরছে। আইসিসির সিইও সংযোগ গুপ্তকেও জয় শাহই নিয়োগ দিয়েছেন এটাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড তাদের অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here