আইসিসি র‍্যাঙ্কিং: বোলারদের তালিকায় চূড়ার কাছে কামিন্স

0

বোর্ডার-গাভাস্কার ট্রফির ‘ফাইনাল ম্যাচে’ চমৎকার বোলিং করে আরও সুখবর পেলেন স্কট বোল্যান্ড। প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা পেলেন অস্ট্রেলিয়ান পেসার। একই ম্যাচে দারুণ পারফর্ম করা প্যাট কামিন্সও এগিয়েছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। 

এছাড়া গত সপ্তাহে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কাগিসো রাবাদা, বাবর আজম, টেম্বা বাভুমাদের। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

ভারতের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বারে ৬ উইকেট নিয়েছেন বোল্যান্ড। ১৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার এক টেস্টে ১০ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ৭৪৫ রেটিং নিয়ে ভারতের রাভিন্দ্রা জাদেজার সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন ৩৫ বছর বয়সী পেসার। একই ম্যাচে ৫ উইকেট নেওয়া কামিন্স এক ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে। তার নামের পাশে এখন ৮৪২ রেটিং পয়েন্ট।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন রাবাদা। দুই ধাপ পিছিয়ে এখন চারে জশ হেইজেলউড। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে ১১ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন রাশিদ খান। বর্তমানে ৫৪ নম্বরে আছেন তিনি। বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে জাসপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে ১ পয়েন্ট পেয়ে তার ঝুলিতে এখন ৯০৮ রেটিং।

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৬১ রানের সৌজন্যে তিন ধাপ এগিয়েছেন রিশাভ পান্ত। আপাতত ৯ নম্বরে অবস্থান করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে কেপটাউন টেস্টের একমাত্র ইনিংসে ১০৬ রান করে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬ নম্বরে উঠেছেন বাভুমা। ক্যারিয়ার সেরা ৭৬৯ রেটিং তার ঝুলিতে।

একই ম্যাচে ২৫৯ রানের ইনিংস খেলা রায়ান রিকেল্টন ৪৮ ধাপ এগিয়ে উঠেছেন ৫৫ নম্বরে। এছাড়া দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করা বাবর পাঁচ ধাপ এগিয়ে এখন ১২ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। 

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন মার্কো ইয়ানসেন। এক ধাপ নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এক নম্বরে আগের মতোই জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৬ বলে ১০১ রানের ইনিংস খেলে ২৬ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার কুসাল পেরেরা। ৬৭৫ রেটিং নিয়ে ১০ নম্বরে আছেন তিনি। এক নম্বরে ট্রাভিস হেড। এছাড়া বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নেই কোনো পরিবর্তন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here