আইসিসি র‍্যাঙ্কিংয়ে সোবহানা ও ফারজানার উন্নতি

0
আইসিসি র‍্যাঙ্কিংয়ে সোবহানা ও ফারজানার উন্নতি

নারী ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সোবহানা মোস্তারি ও ফারজানা হকের। মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দুজনেই উন্নতি করেছেন কয়েক ধাপ করে।

সোবহানা মোস্তারি ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া বিশ্বকাপ ম্যাচে ২১ বলে ২৬ রানের ইনিংস খেলে নজর কাড়েন। চারটি চারে সাজানো সেই ইনিংসের সুবাদে তিনি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। অন্যদিকে, শেষ ম্যাচে না খেলেও ফারজানা হক এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন শারমিন আক্তার। তবে তিনি এক ধাপ নেমে ৩০তম স্থানে আছেন। দলের অধিনায়ক নিগার সুলতানা দুই ধাপ অবনমন হয়ে নেমেছেন ৩৬ নম্বরে।

ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে অবস্থান আরও দৃঢ় করেছেন ভারতের স্মৃতি মান্ধানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ইনিংস ও বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৩৪ রানের সুবাদে তিনি ক্যারিয়ার সেরা ৮২৮ রেটিং পয়েন্টে পৌঁছেছেন।

দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট দুই ধাপ এগিয়ে তিন নম্বরে আছেন, আর অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ছয় ধাপ লাফিয়ে উঠে গেছেন দ্বিতীয় স্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন আগের মতোই শীর্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অ্যালানা কিং পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিন নম্বরে নেমেছেন গার্ডনার।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার আগের মতোই ১৩তম স্থানে অবস্থান করছেন। অন্য কোনো বোলারের উন্নতি হয়নি।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও চূড়ায় রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here