আইসিসি র‍্যাঙ্কিংয়ে শারমিনের বড় লাফ

0
আইসিসি র‍্যাঙ্কিংয়ে শারমিনের বড় লাফ

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঝড়ো ফিফটির পুরস্কার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তারের। সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন ১৩ ধাপ।

মঙ্গলবার নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে শারমিন ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের উন্নতি হয়নি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১ রানের জয়ের ম্যাচে তিন নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন শারমিন। ৩৯ বলের ইনিংসে ১টি ছক্কা ও ৮টি চারে করেন ৬৩ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এই উন্নতির ফলে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শারমিন এখন ৫৭তম স্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন কেবল অধিনায়ক নিগার সুলতানা, তিনি এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৮ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। একইভাবে বোলারদের তালিকায় শীর্ষে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যানাবেল সাদারল্যান্ড।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। দুই ধাপ পিছিয়ে তিনি বর্তমানে রয়েছেন ১৫তম স্থানে।

এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here