সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্তর ব্যাট থেকে এসেছে দুই ইনিংসে দুই সেঞ্চুরি। আর মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে হাঁকিয়েছেন দুর্দান্ত এক শতক। অসাধারণ এই পারফরম্যান্সের জের ধরে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন দু’জনই।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন শান্ত। অন্যদিকে ১৭ ধাপ এগিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।
অপরদিকে ২৬ ইনিংসের পর দেখা পাওয়া সেঞ্চুরি মুমিনুলকে এগিয়েছে ১৭ ধাপ। শান্তর চেয়ে এক ধাপ ওপরে র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বরে অবস্থান করছেন তিনি।