ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার গত বছরের ডিসেম্বর মাসেও একই খেতাব জিতেছিলেন।
আর নারী ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।
নিউজিল্যান্ডে টেস্টে ব্রুক ছিলেন দুর্দান্ত। চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৮৬ রানের ইনিংস।
আর মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ৮১ বলে ৮৯ রান করেছিলেন তিনি।
এর আগে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করে জিতেছিলেন মাস সেরার খেতাব। ওই সিরিজে ৯৩.৬০ গড়ে ৪৬৮ করেছিলেন তিনি।