আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার (পুরুষ) হয়েছেন পাকিস্তানের ফখর জামান। গত মাসটা তার বেশ ভালোই কেটেছে। ওয়ানডেতে এপ্রিল মাসে খেলা দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন ফখর। যার মধ্যে এক ম্যাচে অপরাজিত ছিলেন ১৮০ রানে।
সেরার লড়াইয়ে ফখর পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমান ও শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়াকে।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১১৪ বলে ১১৭ রানের করেন ফখর। পরের ওয়ানডেতে একই দলের বিপক্ষে ১৮০ রানে ছিলেন অপরাজিত।