আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ, শুভমান গিল ও ইংল্যান্ডের ডেভিড মালান।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে গুঁড়িয়ে দেয় ভারত। সেই ম্যাচে ৬ উইকেট নেয়া সিরাজ ঢুকে পড়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায়।
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন দাভিদ মালান। কিউইদের বিপক্ষে তিন ম্যাচে ৯২.৩৩ গড়ে ২৭৭ রান করেছিলেন তিনি।
মঙ্গলবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।