আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার। বাংলাদেশের তাইজুল ইসলাম আর পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নেওয়াজকে পিছনে ফেলে আইসিসির নভেম্বর মাসের সেরা হলেন প্রোটিয়া স্পিনার।
সোমবার আইসিসি তাদের অফিশিয়াল সাইটে নভেম্বরের সেরা ক্রিকেটার হিসেবে সাইমন হারমারকে নির্বাচিত করে। ভারতের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার মাসসেরা হলেন ৩৬ বছর বয়সী ডানহাতি স্পিনার।
ভারতের মাটিতে গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা স্বাগতিকদের ধবলধোলাই করে। এই সিরিজে অবিশ্বাস্য ৮.৯৪ গড়ে সর্বোচ্চ ১৭ উইকেট নেন অফ স্পিনার হারমার। প্রথম টেস্টে ৮ এবং পরের টেস্টে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরষ্কার জেতেন।
মাসসেরা হয়ে উচ্ছ্বসিত হারমার বলেছেন, নভেম্বর মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। নিজের দেশের হয়ে খেলা আমার আজীবনের স্বপ্ন, আর এর সঙ্গে যে কোনো স্বীকৃতি পাওয়া গেলে সেটি বাড়তি প্রাপ্তি হিসেবে দেখি।

