মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের তরুণ ওপেনার শেফালি ভার্মা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
বিশ্বকাপজুড়ে নজরকাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেফালির অনবদ্য ইনিংসই তাকে এই স্বীকৃতির দিকে এগিয়ে দেয়। শিরোপা নির্ধারণী ম্যাচে ৭৮ বলে ৮৭ রানের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি, যা ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখে।
এই পারফরম্যান্সের সুবাদে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন শেফালি। একই সঙ্গে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়লেন।
মাত্র অল্প বয়সেই এমন অর্জনে শেফালি ভার্মা এখন ভারতীয় নারী ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার তার ক্যারিয়ারে যোগ করল আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

