আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় তাইজুলের নাম

0
আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় তাইজুলের নাম

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করার কিঞ্চিৎ সুখবর পেলেন তাইজুল ইসলাম। এবার তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির মাস সেরার লড়াইয়ে। 

নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে তার সঙ্গে আছেন আরও দুই স্পিনার দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।

আজ শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৫ সালের নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। 

বাংলাদেশের তাইজুল ইসলাম উজ্জ্বল ছিলেন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। তিনি ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং দলকে ২-০ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানো হার্মার ভারতের মাটিতে প্রোটিয়াদের ঐতিহাসিক ২-০ টেস্ট সিরিজ জয়ে মুখ্য ভূমিকা রাখেন। কলকাতা ও গুয়াহাটিতে অনুষ্ঠিত দুই টেস্টে তিনি ৮.৯৪ গড়ে ১৭ উইকেট শিকার করেন।

অন্যদিকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ দুর্দান্ত সময় কাটিয়েছেন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। ওডিআইতে ৫২ গড়ে ১০৪ রান ও চার উইকেট, আর টি-টোয়েন্টিতে ১১ উইকেট ও ৫২ রান, সব মিলিয়ে পুরো সিরিজেই ছিলেন বেশ কার্যকর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here