নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার ও ফারজানা হক। নভেম্বরের সেরার লড়াইয়ে তাদের সঙ্গে রয়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবালও।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেটক। দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জেতান দলকে। বাংলাদেশের এই সিরিজ জয়ে সেরা ক্রিকেটারও মনোনিত হন নাহিদা। দারুণ এই পারফরম্যান্সে তাই জায়গা করে নিয়েছেন মাসসেরার তালিকায়।
পাকিস্তান সিরিজ না জিতলেও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন দলটির সাদিয়া ইকবাল। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। তিন ম্যাচে ১২.৫০ গড় ও ওভারপ্রতি ২.৫৮ রান খরচায় নেওয়া ৬ উইকেট নিয়ে তিনিও প্রথমবার পেয়েছেন মাস সেরার মনোনয়ন।