আইসিসির অর্থ হাতিয়ে নিতে ভুয়া ম্যাচ আয়োজনের অভিযোগ ফ্রান্স ক্রিকেটের বিরুদ্ধে

0

আইসিসির কাছ থেকে অর্থ পেতে নারীদের ‘ভুয়া ম্যাচ’ আয়োজন করেছে, এমনই অভিযোগ উঠেছে ফ্রান্সের ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। আর এই অভিযোগ ওঠার পরেই তদন্তে নেমেছে আইসিসি। প্রাক্তন এক নারী ক্রিকেটার প্রথমে বিষয়টি নিয়ে তদন্ত শুরুর করার পর, স্টিং অপারেশনের মাধ্যমে তা প্রকাশ্যে আসে।

ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স২৪’ এই নিয়ে প্রতিবেদন প্রকাশের পরেই নড়চড়ে বসে আইসিসি। তারা জানিয়েছে, ব্যাপারটি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ফ্রান্স ক্রিকেট (এফসি) আইসিসির আর্থিক অনুদান পেতে নারীদের ভুয়া ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে এবং অনুদানের অর্থ কোন কোন খাতে খরচ করা হয়েছে, সেই সব তথ্যও নাকি গোপন করেছে।

‘ফ্রান্স২৪’-এর প্রতিবেদনে রদরিগেজ বলেছেন, “দু’-তিন বার মাঠে গিয়েছি (ম্যাচের দিন)। কিন্তু গিয়ে দেখি, লোকজন পিকনিক করছে, ম্যাচের সময় বাচ্চারা সাইকেল চালাচ্ছে (মাঠে)। পরের দিন ম্যাচের ফল দেখেছি অনলাইনে।”

সংবাদমাধ্যম ‘ফ্রান্স২৪’-ও একই দাবি করেছে। তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারাও মাঠে গিয়ে দেখেছে ক্রিকেট ম্যাচ হচ্ছে না। কিন্তু পরের দিন ম্যাচের ফল অলাইনে প্রকাশ করেছে ফ্রান্স ক্রিকেট (এফসি)।

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “নারী এবং জুনিয়র পর্যায়ে ম্যাচের সংখ্যা বাড়িয়ে আইসিসির অনুদান পেতে এমন ম্যাচ আয়োজনের মিথ্যা তথ্য দিয়েছে ফ্রান্স ক্রিকেট।”

আইসিসির মোট তহবিলের প্রায় অর্ধেকই ব্যয় করা হয় নারী এবং জুনিয়র ক্রিকেটের উন্নয়নে। বোর্ডগুলো আইসিসি থেকে কী পরিমাণ অনুদান পাবে, তা নির্ভর করে ক্রিকেটের প্রতি তাদের দায়বদ্ধতার উপর।

ফরাসি সংবাদমাধ্যমে আরো ভয়ঙ্কর দাবি করেছে ফ্রান্সের চতুর্থ ডিভিশনের পুরুষ টিম ভিপ্রেস দে ভ্যালেন্সিয়েনেসের কোচ জেমস ওরস্টিড। তিনি জানিয়েছেন, ফ্রান্সর ক্রিকেটের নিয়মানুযায়ী, ছেলেদের শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ক্লাবগুলোকে নারী ক্রিকেট দল যেহেতু রাখতে হবে, তাই ক্লাবগুলো মেয়েদের ম্যাচ আয়োজন নিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। তার দাবি, “বেশির ভাগ ক্লাবই প্রতারণার আশ্রয় নেয়। তারা লাইসেন্সের জন্য অর্থ দেয় এবং অনলাইনে জাল ও ভুয়া স্কোরকার্ড দেখায়… আমরা ভুয়া ম্যাচের প্রতিবাদ করেছিলাম, কিন্তু এর অর্থ হল আমরা (শীর্ষ লিগে খেলার) যোগ্যতা অর্জন করলেও সম্ভবত কখনও প্রমোটেড হবো না।”

ফ্রান্সের ক্রিকেটে এই দুর্নীতি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হলে দ্য টেলিগ্রাফকে তারা জানিয়েছে, ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। টেলিগ্রাফ জানিয়েছে, ফ্রান্স ক্রিকেটে দুর্নীতি নিয়ে ব্যক্তি বিশেষের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন অভিযোগ পেয়েছে আইসিসি। বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাহী মারজোরি গিলেম এর আগে দাবি করেছিলেন, ফ্রান্স ক্রিকেটের আর্থিক ব্যবস্থাপনায় ‘প্রচুর অসঙ্গতি’ রয়েছে। সূত্র: ফ্রান্স২৪, টেলিগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here