আইসিসিবিতে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা

0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক-সহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১১০০-এরও অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড হংকং-এর যৌথ আয়োজনে ২০০৪ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। 

এ সময় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০ টাকা করলে একটার পর একটা কারখানা বন্ধ হবে। গ্যাসের দাম ৭০ টাকা করলে কোনোভাবেই টেকসই হবে না। এতে নতুন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। কোন ব্যাংক নতুন প্রকল্পে বিনিয়োগ করবে না।

আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার থাকবে। পাশাপাশি ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নং হলে ডিটিজি ফ্যাশন শো থাকবে। অন্যান্য সংস্করণের মতো এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here