আইসিসিকে পাঠানো বিসিবির নতুন চিঠিতে যা আছে

0
আইসিসিকে পাঠানো বিসিবির নতুন চিঠিতে যা আছে

ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ই–মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় বলে দাবি করেছে দেশের একটি সংবাদমাধ্যম।

চিঠিতে কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি—তা ব্যাখ্যা করা হয়েছে বিস্তারিতভাবে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে এই চিঠির তাৎক্ষণিক কোনো জবাব আসছে না; আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান জানতে পারবে বিসিবি।

এর আগে গত রবিবার প্রথমবার আইসিসিকে ই–মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হয়ে দাঁড়ায় বিসিসিআই-এর একটি নির্দেশনা। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাকেই নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার বড় উদাহরণ হিসেবে তুলে ধরে বিসিবি।

এই প্রেক্ষাপটে আইসিসি মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কাগুলোর বিস্তারিত ব্যাখ্যা চায়। সেই চিঠিরই জবাব হিসেবে বৃহস্পতিবার নতুন করে অবস্থান স্পষ্ট করল বিসিবি।

এখন সব পক্ষের দৃষ্টি ১০ জানুয়ারির দিকে—আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজন ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী পথচিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here