আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

0
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর এক মাসও বাকি নেই। এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিস্থিতিতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে—ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে তারা স্বস্তিবোধ করছে না। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।  

কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে বিসিবির নতুন দাবিতে আরও একটি নতুন বিষয় যোগ হয়েছে।

এনডিটিভি দাবি করেছে, বিসিবি চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে শুধু খেলোয়াড় নয়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা—সবাই এর অন্তর্ভুক্ত।

আইসিসি তাদের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বিসিবির ওপরই ছেড়ে দিয়েছে। 

একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here