আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

0
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানই মূল আলোচনায় উঠে আসে। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বিসিবি বিকল্প সমাধান হিসেবে আইসিসিকে নতুন এক প্রস্তাব দিয়েছে।

সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের লক্ষ্যে গ্রুপ বদলই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। ধারণা করা হচ্ছে, বৈঠক শেষে আইসিসির প্রতিনিধি দল বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় উপস্থিত ছিলেন। ভিসা জটিলতার কারণে আইসিসির জেনারেল ম্যানেজার ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।

বিসিবি রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির দুই প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে, যেখানে ওই গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়। বৈঠকটি সৌহার্দপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। দুই পক্ষই এ বিষয়ে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

উল্লেখ্য, উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। নিজেদের অবস্থানে অনড় থাকলেও বিসিবি আলোচনার মাধ্যমে সমাধান চায়।

সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here