অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজাকে তার ব্যাট বা জুতায় শান্তির প্রতীক লাগাতে অনুমতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেই সিদ্ধান্তে ইতোমধ্যেই সমালোচিত হতে হয়েছে আইসিসিকে। এবার এ প্রসঙ্গে আইসিসিকে একহাত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও।
প্যাট কামিন্স জানালেন, গাজায় মানবাধিকার সঙ্কটের বিরুদ্ধে যে অবস্থান খাজা নিয়েছেন তা মোটেই আগ্রাসী নয়।
বক্সিং ডে টেস্টের আগের দিন কামিন্স বলেছেন, “আমরা সবাই উজিকে (খাজা) সমর্থন করছি। ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং যথেষ্ট সম্মান দেখিয়েই করছে। গত সপ্তাহেই বলেছিলাম, ‘সব জীবনই সমান’। আমার মনে হয় না ও যেটা করছে সেটা খুব আগ্রাসী কিছু। পায়রার ব্যাপারেও একই কথা বলব।”
পাকিস্তান বংশোদ্ভূত উসমান খাজার পাশে দাঁড়িয়ে কামিন্স আরও বলেছেন, “উজি এ রকমই। আমার মনে হয় সবার সামনে ওর মাথা উঁচু করে দাঁড়ানো উচিত। যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। তবে নিয়মও রয়েছে। আইসিসি ওকে একটি কাজ করতে নিষেধ করেছে। ওরাই নিয়ম তৈরি করে এবং সেটা আপনাকে মেনে নিতেই হবে।”
প্রসঙ্গত, রবিবার মেলবোর্নে অনুশীলন চলাকালীন উসমান খাজার ব্যাট এবং গ্লাভসে কালো ঘুঘু পাখির ছবি দেওয়া একটি স্টিকার দেখা যায়। সঙ্গে লেখা ছিল, ’০১: ইউডিএইচআর’। অর্থাৎ ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস’-এর এক নম্বর ধারার কথাই বোঝানো হয়েছিল। সেখানে বলা হয়েছে, প্রত্যেক মানুষই স্বাধীন এবং তার সমান সম্মান ও অধিকার রয়েছে।
মানবতার পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতায় নির্বিচারে হত্যা করা হচ্ছে হাজার হাজার শিশু। হাসপাতাল পর্যন্ত গুঁড়িয়ে দিচ্ছে বিমান হামলায়। খাবার নেই, পানি নেই, জীবন ধারনের জন্য ঔষধ পর্যন্ত নেই। এমন অন্যায়-অবিচার মানতে না পেরে, মানবতার বাণী লিখে মাঠে খেলতে নামতে চেয়েছিলেন উসমান খাজা।
কিন্তু এ বিষয়ে তার যে কোনো উদ্যোগকেই বাধাগ্রস্ত করতে সচেষ্ট হয়েছে আইসিসি।