আইসিজে যুদ্ধবিরতির আদেশ দিলে ততক্ষণ মানবে হামাস যতক্ষণ ইসরায়েল মানবে

0

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রুল দেয়, সে ক্ষেত্রে হামাসও ততক্ষণ বিরতি মানবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলবে। লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান। তিনি বলেন, ইসরায়েল যদি সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়, তাহলে হামাস গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজায় সামরিক তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত আজ শুক্রবার ঘোষণা করবেন দ্য হেগের আইসিজে। আইসিজে বলেছে, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় শুক্রবারের রায় হবে যুগান্তকারী।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৫ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গত ডিসেম্বরে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here