আইসিজের রায়ের আগে ইরান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের টেলিফোন আলাপ

0

আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়ের আগে ইরান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের টেলিফোন আলাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিজের বিষয়টি নিয়ে আলোচনা করতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

 রাইসিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ‘বছরের পর বছর ধরে বর্ণবাদ ও গণহত্যার তিক্ততার অভিজ্ঞতা অর্জনকারী একটি দেশ থেকে এই পদক্ষেপ কেবল ইসলামী বিশ্বেই নয়, বিশ্বের সমস্ত মুক্ত ও স্বাধীনতাকামী দেশগুলির দ্বারা প্রশংসিত হয়েছে’।

ইব্রাহিম রাইসি বলেন, বিশ্ব সম্প্রদায় ও সব জাতি আশা করে এই আদালত ন্যায়বিচার করবে এবং ইহুদিবাদী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে রায় দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here