ঢাকা ব্যাংক পিএলসি ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আজ যৌথভাবে আইসিএমএবি সদস্যদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে।
নতুন এই কার্ডটি কার্ডহোল্ডারদের লেনদেনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা প্রদান করবে। এ ছাড়া, আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে স্থিতিশীল অর্থনীতি গঠনে পেশাদার হিসাবরক্ষক ও ব্যাংকারদের ভূমিকা বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. আবদুর রহমান খান এফসিএমএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।
বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এ ছাড়াও, তারা বিমানবন্দরের পিক-অ্যান্ড-ড্রপ সার্ভিসও উপভোগ করতে পারবেন। কার্ডহোল্ডারদের জন্য আরও রয়েছে মাস্টারকার্ড লাউঞ্জ কী প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের ১২০টি দেশের ১,৩০০টিরও বেশি বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা।