আইসল্যান্ডে ৮০০ বার ভূমিকম্প অনুভূত, জরুরি অবস্থা জারি

0

একের পর এক শক্তিশালী ভূমিকম্প অনূভূত হয়েছে আইসল্যান্ডে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে।

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।

জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

এর আগে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়। এমনটাই জানিয়েছে আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here