আইরিশ শিবিরে শরিফুলের প্রথম আঘাত

0

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১০টায় খেলা শুরু হয়।

শুরু থেকে দেখেশুনে খেলে ৪ ওভার কাটিয়ে দিয়েছিল আয়ারল্যান্ডের দুই ওপেনার। পঞ্চম ওভারে এসে আর পারেননি তারা। অভিষিক্ত কমিন্স ফেরেন শরিফুলের শিকার হয়ে। শরিফুলের ফুল ডেলিভারি ব্যাট ফাঁকি দিয়ে লাগে কমিন্সের প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৪ মেরে রানের খাতা খোলা কমিন্স ফেরেন ৫ রানে।

একাদশে যারা- মুরি কমিন্স, জেমস ম্যাককালাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লরকান টকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট, পিটার মুর, মার্ক অ্যাডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রিন। 

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here