আইরিশদের হারিয়ে টাইগারদের সিরিজ জয়

0

শেষ বলের রোমাঞ্চে পৌঁছে যাওয়া ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জয় করেছে টাইগাররা।

ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়া ৩২০ রানের টার্গেট টপকে দারুণ জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। হাসান মাহমুদের শিকার দুই। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৭৪ (তামিম ৬৯, রনি ৪, শান্ত ৩৫, লিটন ৩৫, হৃদয় ১৩, মুশফিক ৪৫, মিরাজ ৩৭, মৃত্যুঞ্জয় ৮, হাসান ১, মোস্তাফিজ ০, ইবাদত ১*; লিটল ৯-০-৬৫-০, অ্যাডায়ার ৮.৫-০-৪০-৪, ইয়াং ১০-০-৫৩-১, ক্যাম্পার ৫-০-৩৭-০, ম্যাকব্রাইন ৯-০-৩৯-২, ডকরেল ৭-০-৩১-২) 

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৯ (ডোহেনি ৪, স্টার্লিং ৬০, বালবার্নি ৫৩, টেক্টর ৪৫, টাকার ৫০, ক্যাম্পার ১, ডকরেল ৩, ম্যাকব্রাইন ৪, অ্যাডায়ার ২০, ইয়াং ৩*, লিটল ১*; হাসান ৯-০-৪৪-২, মোস্তাফিজ ১০-১-৪৪-৪, ইবাদত ১০-১-৫৩-১, মৃত্যুঞ্জয় ৮-০-৬৪-০, মিরাজ ১০-১-৩৮-১, শান্ত ৩-০-১০-১)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here