ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে ব্যাট করতে নেমে রেকর্ড ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচে আইরিশদের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের সেঞ্চুরি (১০০), নাজমুল হোসেন শান্ত (৭৩) আর লিটন দাসের (৭০) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেছিলেন মুশফিক। রানের ধারা তিনি ধরে রাখেন দ্বিতীয়টিতেও। শেষ বলে সেঞ্চুরি হাঁকানো মুশফিক অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। ১৪ চার ও ২ ছক্কায় ৬০ বলে ইনিংস সাজান তিনি।
বিডি-প্রতিনি/বাজিত