আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?

0

চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে। এটি এমন একটি শক্তিশালী প্রসেসর, যা আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে প্রযুক্তি দুনিয়ায় জোর গুঞ্জন উঠেছে।

এই চিপে থাকবে ৫ গিগাহার্টজ গতির প্রধান কোর, ফলে ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনগুলো চলবে অত্যন্ত দ্রুত গতিতে।

তথ্যসূত্র অনুযায়ী, প্রসেসরটিতে কোয়ালকমের নিজস্ব ‘ইনহ্যান্সড পেগাসেস কোরস’ ব্যবহার করা হচ্ছে, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।

গেমিং পারফরম্যান্সে নতুন মাইলফলক

গেমিংয়ের ক্ষেত্রেও এই চিপ হবে উল্লেখযোগ্য একটি উন্নয়ন। এতে থাকবে ‘অ্যাডরিনো ৮৪০’ জিপিইউ, যা যুক্ত হবে ‘এলপিডিডিআর৬ র‍্যাম’ মডিউলের সঙ্গে। ফলে ভারী গ্রাফিকস বা হাই-এন্ড গেমেও ডিভাইসের পারফরম্যান্সে ভাটা পড়বে না।

কবে বাজারে আসবে?

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লিকস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ জানিয়েছে, কোয়ালকম এবার তাদের ফ্ল্যাগশিপ চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। সাধারণত প্রতিষ্ঠানটি অক্টোবরে চিপ উন্মোচন করে, তবে এবার তা এক মাস আগেই প্রকাশ পেতে পারে।

২০২৪ সালে ২১-২৩ অক্টোবর কোয়ালকমের বার্ষিক সামিট হাওয়াইয়ে অনুষ্ঠিত হয়েছিল। আগের বছরগুলোতে নভেম্বরে হলেও, সাম্প্রতিক বছরগুলোতে তা অক্টোবরেই হচ্ছে। এবার, আইফোন ১৭-এর বাজার প্রতিযোগিতা মাথায় রেখে কোয়ালকম সেটি সেপ্টেম্বরে আনার পরিকল্পনা করছে।

কোন ফোনে দেখা যাবে চিপটি?

‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ প্রথমে পাওয়া যেতে পারে শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। এর মধ্যে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৬, যা ২০২৬ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

নতুন এই চিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here