আইপিএল: লক্ষ্ণৌয়ের নতুন কোচ কে?

0

আইপিএলে আবির্ভাবের পর দু’টি মৌসুম কেটে গেছে। দু’বারই প্লে-অফে উঠলেও ট্রফি হাতে ওঠেনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে কোচ বদল হতে পারে তাদের। অ্যান্ডি ফ্লাওয়ারকে আর রাখা হবে না। আনা হতে পারে অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় তথা কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।

এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, ল্যাঙ্গারের সঙ্গে লক্ষ্ণৌয়ের কথাবার্তা ইতিমধ্যেই শুরু হয়েছে। ফ্লাওয়ারের সঙ্গে লক্ষ্ণৌয়ের দু’বছরের চুক্তি ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে ল্যাঙ্গারকে নতুন কোচ করে আনতে কোনও অসুবিধা নেই। অতীতে কোনও দিন আইপিএলে খেলেননি বা কোচিং করাননি ল্যাঙ্গার। ২০০৮-এ প্রথম মৌসুমে রাজস্থান রয়্যালসে যোগ দিলেও মৌসুম শুরুর আগেই নাম তুলে নেন।

ল্যাঙ্গার লক্ষ্ণৌয়ে যোগ দিলে কাজ করবেন গৌতম গম্ভীরের সঙ্গে। যিনি দলের মেন্টর। এ ছাড়াও ল্যাঙ্গারকে সাহায্য করার জন্যে থাকবেন মর্নি মরকেল, বিজয় দাহিয়া এবং জন্টি রোডস। অতীতে জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্রত্যাবর্তনের জন্যে ল্যাঙ্গারের সঙ্গে সময় কাটিয়েছিলেন গম্ভীর। ২০০৮ সালে আবার জাতীয় দলে ফেরেন তিনি। দু’জনে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here