আইপিএল রাঙিয়ে জাতীয় দলে ফিরতে চান কারান

0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন স্যাম কারান। এবার জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন এই ইংলিশ ক্রিকেটার। সে কারণে আইপিএলকে পাখির চোখ করেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া কারান ।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়াবেন তিনি। জাতীয় দলের দরজাটা খুলতে চান আইপিএল দিয়েই। এর আগে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন কারান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হয়নি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শেষে দায় নিয়ে অধিনায়কত্ব সরে দাঁড়িয়েছেন সাদা বলের অধিনায়ক জস বাটলার।

এমন পরিস্থিতিতে আইপিএলে ভালো করে জাতীয় দলে ফিরতে চান কারান। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টকে কারান বলেছেন, আমার প্রধান লক্ষ্য সম্ভবত আবার (ইংল্যান্ডের সাদা বলের) দলে ফিরে আসা। ইংল্যান্ডের ক্ষেত্রে আমি মনে করি আমি কখনোই একদম পারফেক্ট রোল খুঁজে পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতের সিরিজে (২০২৫ সালের শুরুর দিকে), এখানে লুকোচুরির কিছু নেই যে তারা (ইংল্যান্ড) ব্যাটিংয়ে অনেক ব্যাটার এবং অতিরিক্ত পেস বোলার খেলিয়েছিল।

কারান আরও বলেন, ‘আমি মনে করি, যদি আমি ইংল্যান্ডের সঙ্গে আমার ভূমিকা সঠিকভাবে খুঁজে পাই, তবে আমি আবার দলে ফিরে আসব, কে জানে এখন কী হবে। সেই ক্লিশে ‘রান এবং উইকেট’ নিয়ে কোনো বিতর্ক নেই, আমাকে তা করতে থাকতে হবে।’

জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বিবেচিত হলেও ইংলিশদের হয়ে ২৪ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলেছেন কারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here