আইপিএল: মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক

0

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন অধিনায়কত্বের দায়িত্ব সামলানো রোহিত শর্মার জায়গায় নেতৃত্বের ব্যাটন পেলেন গুজরাট থেকে মুম্বাইয়ে ফেরা হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বারবার মুম্বাইকে সেরা ক্রিকেটাররা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here