গত বছরের অক্টোবরে ২৯ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৬ ম্যাচের তিনটিতে ফিফটি তুলে আবারও নজর কেড়েছেন তিনি। তবে এমন একজন হার্ডহিটার ব্যাটারকে কেন বিশ্বকাপে দলে নিল না অস্ট্রেলিয়া, তা নিয়ে হতবাক ক্রিকেটপ্রেমীরা। মূলত, আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পান ২২ বছর বয়সী এই ব্যাটার। মঙ্গলবার (৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে ফ্রেজারের বক্তব্য তুলে ধরে।
আইপিএলে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি ফ্রেজারের। হুট করেই বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সমস্ত গুণই তার মধ্যে রয়েছে।