ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে আগে বোলিং করবে শ্রেয়াস আয়ারের কলকাতা।
অপরদিকে, হায়দরাবাদ এর আগে একবার শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মুস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।